Articles by "Latest News"

 


বক্সিংয়ের জগতে তিনি অমর হয়ে গেছেন। খেলোয়াড়ী জীবনে দুই হাতে কামিয়েছেন। আবার উড়িয়েছেন দুই হাতে। যে কারণে ৫৮৪ মিলিয়ন বা ৫৮ কোটি ৪০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৯৫০ কোটি টাকার মালিক হয়েও তিনি একসময় দেউলিয়া হয়েছিলেন। সেই মাইক টাইসন আবারও ঘুরে দাঁড়িয়েছেন। তার ঘুরে দাঁড়ানোর পেছনে আছে গাঁজা চাষ! হ্যাঁ, গাঁজা চাষ করেই তিনি এখন কোটি কোটি টাকা আয় করেন।


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে গাঁজা উৎপাদন ও ক্রয়-বিক্রয় বৈধ। ২০১৬ সালের নভেম্বরে ওই রাজ্যটিতে ২১ বছরের বেশি বয়সীদের জন্য গাঁজা সেবনের বৈধতা দেওয়া হয়। সেখানেই টাইসন একটা গাঁজা চাষের কম্পানি খুলেছেন। যার নাম 'টাইসন র‍্যাঞ্চ।' টাইসনের ফার্মটি ১৬ হেক্টর জমির ওপর অবস্থিত। এখান থেকে তিনি প্রতিমাসে পাঁচ লাখ ডলার আয় করেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪ কোটি টাকারও বেশি! 


এছাড়া ৫৪ বছর বয়সী টাইসন এবং তার বন্ধুরাই তো মাসে ৪০ হাজার ডলারের গাঁজা সেবন করেন। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা দাঁড়ায় প্রায় ৩৪ লাখ টাকা! টাইসন নিজেই এই তথ্য দিয়েছেন। নিজের ফার্মে তৈরি গাঁজায় টাইসন এতটাই মুগ্ধ যে তিনি এখন নিজেকে 'সেরা গাঁজা চাষী' হিসেবে দাবি করেন। ২০১৯ সালের নভেম্বরে র‍্যাপার বি-রিয়ালের সঙ্গে এক অনুষ্ঠানে ক্যামেরার সামনেই বিশাল এক গাঁজা সেবন করেন টাইসন।

কিভাবে প্রতিরোধ করবেন করোনা ভাইরাস




করোনা ভাইরাস, সম্প্রতি চীনের উহান প্রদেশে প্রথম দেখা দেয় এই প্রাণঘাতি ভাইরাসটি। তবে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, নেপাল, তাইওয়ান, হংকং,মালয়েশিয়া সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ছড়িয়েছে এই চীনা ভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ৮১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশের দেশ ভারতেও করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। তবে বাংলাদেশে এখনো এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি।
করোনা ভাইরাস সাধারণত প্রাণী থেকে প্রাণীতে ছড়ায়। তবে এখন মানুষের দেহ থেকে মানুষের দেহেও ছড়াচ্ছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়াচ্ছে এটি। বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসটি হয়তো মানুষের দেহকোষের ভেতরে ইতোমধ্যে ‘মিউটেট করছে, অর্থাৎ গঠন পরিবর্তন করে নতুন রূপ নিচ্ছে এবং সংখ্যাবৃদ্ধি করছে। ফলে এটি আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে।
করোনা ভাইরাসের লক্ষণ
বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসটি শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় পাঁচদিন লাগে। প্রথম লক্ষণ হচ্ছে জ্বর। তারপর দেখা দেয় শুকনো কাশি। এক সপ্তাহের মধ্যে দেখা দেয় শ্বাসকষ্ট।
১. করোনা ভাইরাস সংক্রমণের প্রধান লক্ষণ হলো শ্বাস নিতে কষ্ট হওয়া।
২. এর সঙ্গে সঙ্গে থাকে জ্বর এবং কাশি।
৩. অরগ্যান ফেইলিওর বা দেহের বিভিন্ন প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া।
৪. নিউমোনিয়া হতে পারে।


প্রতিরোধে যা করবেন
মানুষের দেহ থেকে মানুষের দেহে ছড়ায় বলে যে সকল স্থানে করোনা ভাইরাস দেখা দিয়েছে সেসব স্থান এড়িয়ে চলাই ভাল। নতুন এই ভাইরাসের কোন টিকা বা ভ্যাকসিন আবিস্কার হয়নি এখনো। ফলে  করোনা ভাইরাস থেকে বাঁচতে কিছু নিয়ম মেনে চলতে পারেন। সমস্যা অনুভব করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনার পরিচিত কেউ আক্রান্ত মনে হলেও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

১. ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন।
২. গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন।
৩. প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করুন।
৪. ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন।
৫. কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভালো করে ধুয়ে নিন।
৬. ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সেদ্ধ করুন।
৭. ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন।
৮. নিয়মিত থাকার ঘর এবং কাজের জায়গা পরিষ্কার করুন।
৯. সুরক্ষিত থাকতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
১০. অপ্রয়োজনে ঘরের দরজাজানালা খুলে রাখবেন না।


In 2018, trends like activism augmented reality, and everything ultraviolet defined the design. It was a great year, but we’re ready for what’s next. As you embark on possibly your most creative year yet, embrace new ideas. Here are our topmost impactful graphic design trends of 2019.

1. 3D design

After several years of designs being fabulously flat, there’s a new sheriff in town — 3D. Breathe life into your projects by embracing 3D design elements. For example, the almost-stick figure way of illustrating humans in flat design can take on 3D form and be featured both in graphics and as avatars or brand mascots.
Bringing your life to work in 3D allows you to recreate the world around you and to construct new environments and dimensions. Expect to see designers use 3D elements to enhance web pages and to create AR and VR experiences.


The 3D trend also will expand into the world of typography, as new three-dimensional typefaces pop off the page and catch the eye. Search Adobe Fonts to find a 3D option for your next project.

2. Minimal meets BOLD color

The mantra “less is more” has dominated design in recent years. Expect this trend to continue in 2019 as clean, uncluttered visuals become even more necessary for viewing content on smaller screens like smartphones and tablets.
But like last year, there will be a few new twists – projects that pop with color are far from over.


Designers will take advantage of 70’s inspired palettes with bright colors and gradients. These color combinations lend themselves well to smooth the duotones and fades.
You can experiment with color in Photoshop using tools like gradient fill for adding beautiful background depth and applying duotones effects to enhance images.

3. Realism + Flat design

Opposites do attract, and when they do, you open up a world with true dimension. The combination of flat and real-life objects will challenge the way we see the design.
The chaotic mix of solids will take on a futuristic feel, as they often appear 3D. Flying and floating elements will add to this effect and the overall abstract aesthetic.



This look has made an early debut in fashion and editorial photography, which often combine digital 3D objects with traditional photoshoots. Expect to see this technique expand to mainstream advertising.

4. Eclectic

As pop culture pushes for authenticity and transparency, designers will have to get real, too. The resulting shift in illustration style celebrates the imperfections in art. We’ll see more projects that feature freestyle doodles, stains of color, unique brush strokes, and organic textures.
The eclectic shift will push designers away from rigid, grid-based layouts and toward a more asymmetrical approach. Doing so will create a feeling of raw, kinetic movement.
This change in style doesn’t mean you’re confined to producing projects on paper. Your unique hand-drawn designs can be taken into the digital world using products like Adobe Capture or can be created completely digitally with Adobe Illustrator and Adobe Photoshop Sketch. Try creating your own brushes from your designs or from the objects you see in the world around you.


This trend in alternative art will touch every area of graphic design. We’re already seeing it featured in packaging design, and the results are stunning.

5. Open compositions

Say goodbye to framed finishes and hello to free-flowing final products. Open compositions make people feel like they’re seeing one beautiful piece of a bigger picture. Elements fly on and off the page with ease, creating a glimpse of infinity.
The power of open composition is its ability to tap into the audience’s imagination and spark curiosity. It makes you wonder, “What else is there?” The concept aligns well with 3D trends, as designers use 3D objects to create the illusion of “more” outside the frame.


You’ll find the first hints of this trend in web design since it lends itself well to interactive digital experiences, but we predict it will expand to print projects, too.
Get this look using Photoshop with basic compositing techniques for stunning artboards.

Get design-ready for 2019

Whether you make your work more abstract or bring your designs to life with 3D, we can’t wait to see what you create this year and beyond.
Share how you’re incorporating 2019’s hottest trends into your work with #AdobeDesign on social media, and get more ideas and inspiration on the Adobe Blog.


সহজে এবং দ্রুত জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের জন্য শিগগিরই চালু হতে যাচ্ছে একটি সরকারি গেটওয়ে। সব ধরনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এটি ব্যবহার করে সহজেই পরিচয় নিশ্চিত হতে পারবে। আগের মতো ৩ থেকে ৫ দিন অপেক্ষা করতে হবে না।

মঙ্গলবার (১৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার বেলা তিনটায় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে porichoy.gov.bd-গেটওয়েটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রসঙ্গত, ‘পরিচয়’ হচ্ছে গেটওয়ে সার্ভারটি নির্বাচন কমিশনের জাতীয় ডেটাবেসের সঙ্গে সংযুক্ত। এটি এমন একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং, যা সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত যেকোনো সংস্থার গ্রাহককে মুহূর্তেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে দিতে পারবে। আগের মতো এনআইডি যাচাইয়ের জন্য এখন থেকে আর অপেক্ষা করতে হবে না।

বর্তমান প্রক্রিয়ায়, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে লগ ইন করে সংস্থাগুলো জাতীয় পরিচয়পত্রের তথ্য ম্যানুয়ালি যাচাই করে থাকে। আবার অনেক সংস্থা এনআইডি যাচাইও করে না, কারণ নির্বাচন কমিশনের এনআইডি ডেটাবেসে তাদের ঢোকার সুযোগ নেই।

কিন্তু ‘পরিচয় গেটওয়ে’ ব্যবহার করলে জাতীয় আইডি যাচাই করার জন্য কোনো মানুষের প্রয়োজন নেই। যেকোনো প্রতিষ্ঠান সফটওয়্যারের মাধ্যমে ‘পরিচয় গেটওয়ে’ সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করলে জাতীয় আইডি শনাক্তের ফলাফল সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবে। এখন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ডিজিটাল ওয়ালেট অ্যাকাউন্ট খোলার মতো যেসব কাজে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রয়োজন হয়, সেসব কাজ সহজসাধ্য হবে। এতে করে সময়ও বাঁচবে। নিজের নাম নিবন্ধন করে যাচাইয়ের জন্য ভোগান্তিও পোহাতে হবে না। এটি সঙ্গে সঙ্গেই জাল আইডি শনাক্ত করে জালিয়াতি প্রতিরোধ করবে। ‘পরিচয় গেটওয়ে’ গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখবে এবং জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের খরচ কমিয়ে কাজকে দ্রুত করবে।

বিভিন্ন অ্যাপ স্টোরে বর্তমানে প্রায় দুই মিলিয়ন এর উপর অ্যাপ রয়েছে, এত এত মোবাইল অ্যাপস এর মাঝে সার্চ ইঞ্জিনে নির্দিষ্ট অ্যাপটি খুজে পাওয়া খুব চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে। যেকোন মোবাইল অ্যাপ (যেমন, আইফোন, আইপ্যাড, অ্যান্ড্রয়েড অথবা উইন্ডোজ ফোন অ্যাপ) এর ভিজিবিলিটি বাড়ানোর জন্যে অ্যাপ স্টোর অপটিমাইজেশন এর সমন্নিত প্রক্রিয়াগুলো ব্যবহার করা হয় যা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের সাথে অনেকখানিই সম্পর্কিত।
স্পেসিফিক করে বলতে গেলে অ্যাপ স্টোরে একটি অ্যাপকে সার্চ রেজাল্টে প্রথম দিকে কিংবা টপ সার্চ র‍্যাংকিং লিস্টে নিয়ে আসার জন্যে প্রক্রিয়াটি ব্যবহৃত হয়। যে অ্যাপটির র্যাংকিং যত ভাল থাকে সেটি বিক্রয় কিংবা ডাওনলোড হবার সম্ভাবনাও তত বেড়ে যায়। তাই মোবাইল অ্যাপ পাবলিশারদের কাছেও বর্তমানে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি মার্কেটারদের জন্যে খুলে যাচ্ছে সার্চ ইঞ্জিন জগতে নতুন একটি দিগন্ত। অ্যাপ মার্কেটিং এর বিভিন্ন পদ্ধতি রয়েছে যার সমন্নিত প্রক্রিয়ার নামই হল অ্যাপ স্টোর অপটিমাইজেশন, তাদের মধ্যে যেগুলো সবচেয়ে বেশী ব্যবহৃত হয় তেমন কিছু গুরুত্বপূর্ণ টেকনিক আজ শেয়ার করবো।


অ্যাপ স্টোর অপটিমাইজেশনের উদ্দেশ্য:

  • ব্যবহারকারীরা যেন সহজেই অ্যাপ স্টোর থেকে অ্যাপটি খুজে পায়, কারণ অ্যাপ স্টোরের সার্চ ইঞ্জিন ব্যবহার করেই ৭০% ইউজাররা প্রয়োজনীয় অ্যাপটি খুজে বের করেন।
  • প্রতিযোগীদের তুলনায় নিজেদের র্যাংকিং বাড়ানোর জন্যে
  • নির্দিষ্ট কি-ওয়ার্ডের জন্যে র্যাংকিং বাড়ানো
  • গুগলের সিম্যান্টিক সার্চে র্যাংকিং এ আসা

অ্যাপ স্টোর অপটিমাইজেশন কেন গুরুত্বপূর্ণ?

ফরেস্টার এর অনলাইন জরিপ অনুযায়ী, ৬৩% ব্যবহারকারী অ্যাপ স্টোরের নিজস্ব সার্চ ইঞ্জিনের মাধ্যমেই তাদের প্রয়োজন মত নতুন অ্যাপ খুজে বের করেন। অ্যাঙ্কিট জেইন নামে একজন ডেভেলপার গুগল আই/ও তে এক প্রতিবেদনে উল্লেখ করেন “গুগল অ্যাপস্টোর থেকে বেশিরভাগ অ্যাপ সার্চ ইঞ্জিন রেজাল্টে খুজে পাওয়ার উপর নির্ভর করেই ব্যাপক হারে ডাওনলোড করা হয়” তারমানে মোবাইল অ্যাপ পাবলিশাররা অ্যাপসের সার্চ রেংকিং বাড়ানোর জন্যে যদি ASO ব্যবহার করে না থাকেন তবে তাদের অ্যাপটি জনপ্রিয় করার জন্যে সবচেয়ে বড় মাধ্যমগুলোর একটি মিস করছেন।

কিছুদিন আগেও বেশিরভাগ পাবলিশাররাই অ্যাপ স্টোর অপ্টিমাইজেশনে আগ্রহী ছিলেন না। প্রতিটি অ্যাপ স্টোরের শত হাজার অ্যাপ এর মাঝে একটি অ্যাপ এর সাথে আরেকটির প্রতিদ্বন্দ্বিতা সবসময় লেগেই আছে এবং দিন দিন সেটা বাড়ার সাথে সাথে অ্যাপ পাবলিশাররা অ্যাপ স্টোর অপটিমাইজেশনের দিকে ঝুকছেন। কারণ অ্যাপের জনপ্রিয়তা বাড়ানোর জন্যে “অ্যাপ স্টোর অপ্টিমাইজেশন” একটি সিক্রেট ওয়েপন।


অ্যাপ স্টোর অপ্টিমাইজেশনের মেকানিক্স:

অ্যাপ স্টোর অপ্টিমাইজেশনের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর গুলোকে দুটো ভাগে ভাগ করা যায়

১. প্রধান ফ্যাক্টর:

  • শিরোনাম – অ্যাপসের শিরোনামে যে কিওয়ার্ডটি বসানো হয় সেটিই হতে পারে সার্চ ট্রাফিকের অন্যতম উৎস। কিওয়ার্ড নিয়ে রিসার্চের উপর কিছু সময় ব্যয় করুন, যাতে শিরোনাম বারবার পাল্টানোর প্রয়োজন না পরে। কারণ বিভিন্ন কি-ওয়ার্ড নিয়ে বারবার শিরোনাম পাল্টানোর কারণে এর উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। অ্যাপটি যখন পরিচিতি পেতে শুরু করবে তার সাথে সাথে এটি অনেক রিভিউ পাবার পাশাপাশি এর খবর মুখে মুখে ছড়িয়ে যাবে। বারবার শিরোনাম বদলানো হলে এই প্রক্রিয়াতে বাধা পড়ার সম্ভাবনা অনেক বেশি।
  • কি-ওয়ার্ড– টার্গেট ইউজাররা কোন কি-ওয়ার্ড গুলো সচরাচর ব্যবহার করে সেগুলো খুজে বের করে ব্যবহার করলে, সেগুলো সার্চ র্যাঙ্কিং বাড়াতে এবং প্রতিদ্বন্দীদেরকে পর্যবেক্ষণ করতে অনেক বেশি সহায়তা করে থাকে। এতে করে প্রতি সপ্তাহান্তে তুলনামূলক উন্নতিটাও বুঝা সহজ হয়।
যেহেতু টাইটেল এবং কিওয়ার্ড চাইলেই আপনার ইচ্ছেমত খুব সহজেই পরিবর্তন করতে পারছেন তার মানে সহজেই সেগুলো অপটিমাইজ করা যাচ্ছে, অ্যাপ স্টোর অপটিমাইজেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি।

২. সেকেন্ডারি ফ্যাক্টর:

  • ডাওনলোড– অ্যাপগুলো মোট কতবার ডাওনলোড হয়েছে সেটি অ্যাপ স্টোর অপটিমাজেশনের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে দুঃখ্যের বিষয় হল এখানে একজন অপটিমাইজারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই বললেই চলে।
  • রেটিং এবং রিভিও– খুবই গুরুত্বপূর্ণ এবং নিয়ন্ত্রন করা খুব কঠিন। তবে ব্যবহারকারীদেরকে খুশি করে ভাল রেটিং পাবার বেশ কিছু উপায় রয়েছে।
আজ এ পর্যন্তই, পরবর্তীতে টাইটেলে কি-ওয়ার্ড এর ব্যবহার, সার্চ রেজাল্টে রেটিং র্যাংক ও ডাওনলোডের হার এর প্রভাব এবং অ্যাপ স্টোর অপটিমাইজেশনের কিছু টিপস নিয়ে লিখবো।







ই.ভি.এম যার পূর্ণরূপ হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন যা ভোটারের পরিচয় গোপন রেখে ভোট দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এটি বিভিন্ন দেশের সাধারণ ও রাজ্য সরকার নির্বাচনে ব্যবহৃত হয়। ১৯৮০ সালে এম.বি. হানিফা প্রথম ভোটিং মেশিন আবিষ্কার করেন। তবে পাঞ্চ কার্ডের মাধ্যমে ভোট প্রদানের পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল ১৯৬০ এর দশকে যুক্তরাষ্ট্রে। অনেকের মতে, সেটারই উন্নয়নের ফল আজকের ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ই.ভি.এম।
সর্বপ্রথম এই ই.ভি.এম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ১৯৮২ সালে ভারতের কেরালায় ব্যবহৃত হয়েছিল। বর্তমানে ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, নেদারল্যান্ড, পেরু, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভেনেজুয়েলা, ফিলিপাইন প্রভৃতি দেশে ইভিএম ব্যবহৃত হচ্ছে।
বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে আংশিকভাবে ইভিএম ব্যবহার করা হয়েছিল। আর ৫ জানুয়ারি, ২০১২ সালে কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রথম সবগুলো কেন্দ্রের ভোট ইভিএম এর মাধ্যমে নেওয়া হয়েছিল।

সুবিধা সমূহঃ

ই.ভি.এম মেশিনে ব্যবহারের অনেকগুলো সুবিধা রয়েছে। সুবিধাগুলো একনজরে দেখে নেওয়া যাকঃ
  • ইভিএম ভোট প্রদানের সময় কমিয়ে দেয়।
  • এটি ভোট গণনা করা ও ফলাফল ঘোষণার সময় কমিয়ে দিয়েছে।
  • ইভিএম পরিবেশবান্ধব। কারণ এতে কাগজের ব্যালট পেপার ব্যবহারের প্রয়োজন পড়ে না।
  • শুরুতে এর বিরুদ্ধে অভিযোগ ছিল যে, এটিতে ভোট কারচুপি করা যাবে এবং ভোটারের নিরাপত্তা লঙ্ঘিত হবে। কিন্তু এই অভিযোগের এখন পর্যন্ত কোনো সত্যতা মেলেনি। এতে শক্ত নিরাপত্তা চিপ থাকায় প্রোগ্রাম পরিবর্তন করা যায় না। পরিবর্তন করতে গেলে পুরো প্রোগ্রাম নষ্ট হয়ে যেতে পারে।
  • ইভিএম একই নির্বাচকমণ্ডলীর অধীনে সর্বোচ্চ ৬৪ জন প্রার্থীর তথ্য ধারণ ও ভোট গ্রহণ করতে পারে।
  • এর ভোট ১০ বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। সাধারণত একটি ইভিএম ১৫ বছর পর্যন্ত ব্যবহার করা যায়।
  • একজন ব্যক্তি শুধুমাত্র একটি ভোটই দিতে পারবেন। কারণ ইভিএম সংশ্লিষ্ট ভোটারের বাটনের প্রথম চাপটিকেই নিবন্ধন করে নিবে।
  • সাধারণত প্রতি মিনিটে ৫টি ভোট দেওয়া যায়।
  • এটির দ্বারা ভোট প্রদান করা খুবই সহজ এমনকি প্রতিবন্ধীদের জন্যও সহজ হয়েছে।
  • ৬ ভোল্টের একটি অ্যালকালাইন ব্যাটারির মাধ্যমে এই যন্ত্র চলে। তাই যেখানে বিদ্যুত নেই সেখানেও ব্যবহার করা যায়।
 ইলেক্ট্রনিক ভোট মেশিন ও মেশিন কন্ট্রোল ইউনিট

ইভিএম যেভাবে কাজ করেঃ

সাধারণত ইভিএম দুটি যন্ত্রের সাহায্যে তৈরি করা হয়েছে। এর একটি হচ্ছে কন্ট্রোল ইউনিট এবং অপরটি হচ্ছে ব্যালটিং ইউনিট। প্রিজাইডিং অফিসার কন্ট্রোল ইউনিট চালাবেন। তিনি কন্ট্রোল ইউনিট থেকে ব্যালটিং ইউনিট সক্রিয় করে দিবেন। তখন ভোটার, ব্যালট বাটন চেপে তার তথ্য নিবন্ধন করবেন। এই তথ্য নিবন্ধিত করার মাধ্যমে একজন ভোটার কেবলমাত্র একবারই ভোট দিতে পারবেন। পরবর্তী ভোটারের জন্য পুনরায় প্রিজাইটিং অফিসার ব্যালটিং ইউনিট সক্রিয় করে দিবেন। যদি কোনো ভোটার পুনরায় ভোট দিতে চান তবে ই.ভি.এম (ইলেক্ট্রনিক) স্বয়ংক্রিয়ভাবে ভোট গ্রহণ করবে না।

সীমাবদ্ধতাঃ

ইভিএম এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেগুলো হচ্ছে -
  • ভাষাগত সমস্যা হতে পারে। যেমন, যাদের পছন্দনীয় ভাষা ইংরেজি বা ভিন্নদেশে থাকার কারণে ইংরেজি ভাষায় দক্ষ হয়েছেন তারা কিছুটা সমস্যায় পড়েন। কারণ এই যন্ত্রে প্রার্থীর নামের অক্ষর সংশ্লিষ্ট দেশের ভাষার সাথে মিল রেখে নির্ধারণ করা থাকে।
  • প্রত্যেকটি ব্যালট মাত্র ১৬ জন প্রার্থীর তথ্য ধারণ করতে পারে বলে অতিরিক্ত প্রার্থীর থাকলে আরও ৪টি ব্যালট ম্যানুয়ালি যোগ করে নিতে হয়। এভাবে ৪টি ব্যালট এর মাধ্যমে ৬৪ জন প্রার্থীর তথ্য ধারণ ও ভোট গ্রহণ করা যায়।
  • একটি ইভিএম মাত্র ৩৮৪০-৪০০০ ভোট গণনা করতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে বিশ্ব নানাভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। বর্তমানে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এরই ফলে হয়তো আমাদের দেশেও সম্পূর্ণভাবে চালু হতে পারে ইভিএম। তবে বরাবরের মতোই নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নিতে ভোটারদের কে  কিছুটা সমস্যার মুখে পড়তে হতে পারে।


সেরা কয়েকটি Video Editing Software এর Full Version ফ্রিতে ডাউনলোড করে নিন


আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ সবার জন্য সেরা কয়েকটি ভিডিও এডিটিং সফটওয়্যার এর Full Version শেয়ার করবো। যা আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। যারা ইউটিউবে প্রফেশনাল কাজ করেন তাদের জন্য এই সফটওয়্যারগুলো খুবই গুরুত্বপূর্ন।

১. Camtasia Studio 9

ভিডিও এডিটিং এর জন্য Camtasia Studio 9 এর কোন তুলনা নাই। যারা ভিডিও এডিটিং এর কাজ তেমন জানেন না তাদের জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এই সফটওয়্যারটি খুবই সহজে এডিটিং করা যায়। নিচে ডাউনলোড লিংক দেওয়া আছে ফ্রিতে Full Version সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন যাদের লাগবে।
Camtasia Studio 9 (Full Version) Download – Click Hare
Camtasia Studio 8.6 (Full Version) Download – Click Here

২. Sony Vegas Pro 13

ভিডিও  এডিটিং এর জন্য আরেকটি সফটওয়্যার হল Sony Vegas Pro 13 যা খুবই প্রফেশনাল মানের। তবে এই সফওয়্যারটি দিয়ে অনেক প্রফেশনাল মানের ভিডিও এডিট করতে পারেন।
Sony Vegas Pro 13  (Full Version) Download – Click Here

৩. Wondershare Filmora 8.1

অত্যন্ত সহজ এবং ভাল মানের একটি ভিডিও এডিটিং। এই সফটওয়্যারটি একেবারে সোজা সফটা। যারা ভিডিও এডিটিং এ একেবারেই নতুন তারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।
Wondershare Filmora 8.1(Full Version) Download- Click Here


পৃথিবীর যে দেশে বসে অদ্ভুত টাকার বাজার!


আমাদের দেশে টাকার বেশিরভাগ লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। এছাড়া আরও কিছু মাধ্যম রয়েছে। তা-ও অনেকটা ব্যাংকের মতোই। কিন্তু হাটে-বাজারে বিক্রি হয় টাকা- এমন হয়তো আগে শুনেছেন কিনা জানা নেই। তবে এখন শুনতে পারেন অদ্ভুত সেই টাকার বাজারের কথা।
দৈনন্দিন চাহিদার ভিত্তিতে দেশে দেশে মাছের বাজার, শাক-সবজির বাজার, বইয়ের বাজার, পোশাকের বাজার দেখেছেন। কিন্তু রাস্তার পাশে লাইন দিয়ে একেবারে বস্তা বস্তা টাকা নিয়ে লোক বসে আছে। মানুষ তার প্রয়োজনে টাকা কিনছে বাজার থেকে, এমন দৃশ্য দেখেছেন কখনো?
এমন বিচিত্র বাজারের সন্ধান পাওয়া গেছে পৃথিবীতে। আফ্রিকার সোমালিয়ার সোমালিল্যান্ডে বিক্রি হচ্ছে টাকা। তবে সেই টাকা জাল বা নকল নয়। অবিশ্বাস্য হলেও সত্য যে, সেখানে বিক্রি হচ্ছে একেবারে আসল টাকা। খোলা রাস্তায় দিন-দুপুরে সেখানকার মানুষ বিনিময় করে নিয়ে যায় বান্ডেল বান্ডেল নোট।
এ টাকার বাজারে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন নেই। তাই সেখানে কোনো বাড়তি পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা নেই। কারণ এমন অদ্ভুত বাজার গড়ে ওঠার পেছনে সোমালিল্যান্ডের আর্থিক কাঠামো সহায়ক বলে জানা যায়। সেই টাকাকে বলা হয় ‘শিলিং’। শিলিংয়ের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এক মার্কিন ডলারের দাম ১০ হাজার শিলিংয়ের কাছাকাছি। তাই মোট ১০ ডলার খরচ করলে পাওয়া যাবে কমপক্ষে ৫০ কেজি নোট! যা নিজের পকেটে নেওয়া যায় না। বাধ্য হয়ে সেই টাকা নিতে কয়েকটি বস্তা বা একটি ঠেলাগাড়ির প্রয়োজন হয়। অথবা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কিনতে গেলেও টাকার বস্তা নিয়ে বের হতে হয়।
মূল কথা হচ্ছে- শিলিংয়ের এমন মূল্যহীনতার কারণেই সোমালিল্যান্ডের টাকার গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করেছে। এমনকি সন্ত্রাসী-ছিনতাইকারী-চোর-ডাকাতও এই শিলিং চুরি করতে আগ্রহ হারিয়ে ফেলেছে অনেক আগেই। তাই তো রাস্তার পাশে পথের ওপর ফেলে রেখে টাকা বিনিময়েও কোনো অসুবিধা হচ্ছে না।


ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যেকোন প্রিন্টারে প্রিন্ট করুন

আপনিকি জানেন? আপনি চাইলে বিশ্বের যেকোন প্রিন্টারে প্রিন্ট করতে পারেন। ফলে ফ্যাক্সের ঝামেলাটা অনেককাংশে কমে যাবে। এজন্য উভয় কম্পিউটারে ইন্টারনেটসহ প্রিন্টার শেয়ার সফটওয়্যারটি থাকতে হবে। উইন্ডোজসহ ম্যাক এবং লিনাক্স প্লাটফর্মের উপযোগী মাত্র ১.৪৪ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.printeranywhere.com থেকে ডাউনলোড করে ইনষ্টল করুন।
ইনষ্টল করার পরে Printer Share Account আসবে। আপনার যদি পূর্বে একাউন্ট তৈরী করা থাকে তাহলে। already have account in Printer Share network নির্বাচন করে লগইন করুন। আর নতুন একাউন্ট খুলতে চাইলে Create new Printer Share Account নির্বাটিত রেখে Next করুন। এবার সকল তথ্য পূরণ করে Next এবং Finish করুন। এতে আপনার কম্পিউটারে Printer Share নামে একটি প্রিন্টার যুক্ত হবে। এছাড়াও আপনার মেইলে ইউজারের নাম এবং পাসওয়ার্ড যাবে।
প্রিন্টার সেটিংস করা:
১। এবার সফটওয়্যারটি চালু করুন।
২। পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দ্বারা লগইন করুন এবং পাসওয়ার্ড রিমম্বোর করে রাখুন (আপনার সুবিধার্থে)।
৩। এবার টুলস মেনু থেকে সেটিংসে গিয়ে জেনারেল ট্যাব থেকে Start with windows এ টিক চিহ্ন দিন। তাহলে উইন্ডোজের শুরুতেই সফটওয়্যারটি চালু হবে।
৪। এবার শেয়ারিং ট্যাবে Print without questions নির্বাচন করলে (কেউ প্রিন্ট দিলে) আপনার অনুমতি ছাড়াই আপনার প্রিন্টারে প্রিন্ট হবে। আর কভারপেজ ট্যাবে Print Cover page নির্বাচন না করলে কোন প্রিন্ট দিলে যে অতিরিক্ত কাভারপেজ প্রিন্ট হতো সেটি প্রিন্ট হবে না।
৫। অবশেষে Ok করুন।
প্রিন্টার শেয়ার দেয়া:
১। আপনার কম্পিউটারের কোন প্রিন্টারের শেয়ার দিতে চাইলে Printer Share থেকে কাঙ্খিত প্রিন্টার নির্বাচন করে Share বাটনে ক্লিক করুন।
প্রিন্টার যোগ করা:
১। আপনি কোন রিমোট প্রিন্টার যুক্ত করতে চাইলে Printer Share থেকে Find Printer বাটনে ক্লিক করুন।
২। এবার User ID তে কাঙ্খিত আইডি লিখে Find বাটনে ক্লিক করে সার্চ করুন। আপনি অন্যভাবেও সার্চ করতে পারেন।
৩। এবার কাঙ্খিত প্রিন্টারটি নির্বাচন করে OK করুন।
৪। আপনার যুক্ত করা প্রিন্টার অনলাইন বা অফলাইন আছে তার স্ট্যাটাস দেখা যাবে।
প্রিন্ট করা:
১। কোন ফাইল প্রিন্ট করতে হলে স্বাভাবকিভাব প্রিন্ট কমান্ড দিন এবং প্রিন্ট ডায়ালগ বক্স থেকে Printer Share প্রিন্টারটি নির্বাচন করে OK করুন।
২। এবার Printer Share@ Select Printer ডায়ালগ বক্স থেকে পছন্দের প্রিন্টার নির্বাচন করে OK করলে প্রিন্ট হবে।

The cable plan you signed up for promised up to 300 Mbps of blistering Internet speed, but reality has proven to be somewhat different. You're barely topping 25 Mbps, Netflix doesn't work upstairs and by 7 p.m., no one seems to be able to stream anything at all.
It’s quite possible to boost your Wi-Fi speed yourself, with the solution being as simple as moving your router or as persnickety as switching Wi-Fi frequencies.
The distance between the router and connecting devices, as well as the number of walls and floors in between, make a big difference. While a Wi-Fi signal can travel hundreds of feet in an unobstructed space, walls and floors can cut that distance by half or more.
Your connection speed can also be influenced by your router—how old it is, how good its processor and antenna are, how good it is at picking up wireless signals and how many devices are using it.
In some cases, your connection speed may even come down to your service provider's preference for certain kinds of traffic. Service providers prioritize voice traffic first, then their own video services. 
What actions can you take to increase your Wi-Fi performance and get your streaming speed back up to par?

1. Check the router

The IP connection between your device and the router or between the router and the Internet can get hung up. A restart of the router reboots all its systems, including the network processor and wireless radios.
If your router has a reset button, hold it down for a few seconds. If not, restart it by removing the cable from the power socket, waiting half a minute and then plugging it in again.
If that doesn't work, check to make sure the router firmware is up to date. Look for the update option under "System" in router software you have installed on your computer. Only download router firmware updates from the manufacturer's website.
You may also find that resetting and reinstalling your router software may do the trick. For most routers, this is accomplished by holding down the reset button and then reinstalling the software. 

2. Turn off Eco mode

Some routers have a power-saving or Eco mode that's on by default. Eco mode can slow down your Wi-Fi and the actual power savings are minimal. In your router's settings, look for Eco mode or power-saving mode and turn it off. Also, check to see if your router has an Automatic transmission setting and make sure it's at 100 percent. 

3. Move the router

Most good routers have antennas that try to provide a symmetrical ‘donut‘ of Wi-Fi coverage, so when possible, place the router in an open space centrally located in your house, equidistant from its farthest locations.
Place the router up high to help avoid obstructions.
The materials surrounding the router matter as well. Metal interferes with Wi-Fi signals, while wood does not. Positioning the router's antenna vertically rather than horizontally also increases signal strength. 

4. Check to see if other family members are streaming

Intensive activities like streaming HD video or file sharing can take its toll on Internet speed. Routers can support hundreds of devices connecting, but it's more about what each device is doing online. For example, if everyone is watching Netflix at the same time, this can cause an overall slowdown.
Distance from the router is important as well. If four people are streaming video but they're all close to the router, you may not experience any slowdowns. So if everyone simply must watch Netflix or play Fortnite separately and simultaneously, try to move the devices closer to the router with an as little wall or floor obstructing the path as possible.

5. Check if your ISP is having a hard time keeping up



Another bottleneck is the speed of the service coming from your service provider. A lot of ISPs oversubscribe, so you can feel the lag in the afternoon when everyone gets home.
Test your connection by running a speed test from a site such as SpeedTest.net at different times during the day (There can be confusing ads on this page, so don't click on anything but the big "Go" button). You don't want it to fluctuate too much over the course of a day. The speed should always be at least 80 to 90 percent of what your service provider promises. If that’s the case but you're still not satisfied ...

6. Run a ping test

While a speed test gauges the speed possible based on available bandwidth from the service provider, a ping test gauges latency, which is the delay in communication between your computer (or phone) and a particular website on the Internet. It can tell you how good the quality of your Internet connection is.
Head back to SpeedTest.net, where you'll receive a ping figure measured in milliseconds. In general, lower numbers are better, but anything under 50 is considered good and under 100 is average. 

7. Check to see if you’re on an overcrowded channel

Slow Wi-Fi speeds may be the result of interference from your neighbors' Wi-Fi networks as all the devices compete to use the same channel.
All routers support the 2.4Ghz frequency, which distributes traffic among a handful of channels. Dual-band and tri-band routers also support 5GHz frequency, which contains even more channels. That frequency tends to be less congested and therefore usually allows faster connections. And with tri-band routers, you get two separate data streams, which can help if two devices are accessing the router on the 5GHz frequency simultaneously. 
You may be able to increase your speed by switching to a less busy channel. Download a wireless channel analyzer app such as Wifi Analyzer for Android (no equivalent for non-jailbroken iPhones) or a desktop program such as NirSoft's Wi-FiInfoView for Windows. Macs have the tool built in; hit Option and tap the wireless icon in your top toolbar, then click Open Network Diagnostics. Open the menu and select Utilities. Select the Wi-Fi Scan tab and choose Scan Now. You'll see the best 2.4 and 5GHz channels.  These programs show each channel on each Wi-Fi frequency and which ones nearby networks are using.

8. Switch to a different channel

If you discover you're on an especially crowded channel, you can manually change it. Type your router's IP address into your web browser. (The IP address is usually on the back of the router, or you can google your router's model.) You'll be prompted to enter your username and password, after which you can click through to Wi-Fi settings and select the channel recommended by your Wi-Fi analyzer program.

9. Check for interference from a nearby cordless device

Baby monitors, older cordless phones, microwave ovens, and wireless speakers are just some of the common household gadgets that also use the 2.4Ghz frequency. These can interfere with the wireless signal from your router.
Deal with the conflict by moving the router away from these devices and ensuring that no devices that could potentially interfere lie in a straight line between your router and the gadget you're trying to get online with.

10. Get a wireless signal extender


When you start looking at homes larger than 3,000 square feet, getting a good Wi-Fi signal from one corner to another can be a challenge. Multistory houses pose an obstacle as well if the router isn't plugged into the broadband line somewhere in the middle.
In these cases, you could benefit from using a wireless extender. A signal extender plugs into any outlet to rebroadcast and boost your Wi-Fi signal to those hard-to-reach places. We like the Netgear Nighthawk AC1900 Desktop WiFi Range Extender ($110 on Amazon).
Even better, are wired extenders. If your home is wired for coax (cat 5), a coax adapter can create a wired connection from your router box to the are where you need coverage without having to run a cable. We like the Actiontec Actiontec 802.11ac Wireless Network Extender with Gigabit Ethernet  Bonded MoCA ($125 on Amazon). Or, you can use a powerline adapter to create a wired connection from your router box to the room where you need a better signal without having to run a cable between the two areas. It does this by using the existing electrical system already built into your house. Our pick for a powerline adapter is the TP-Link AV2000 Powerline Adapter Kit ($90 on Amazon).

11. Get a new router


If your router is old or you're using the Wi-Fi embedded in the box your Internet Service Provider supplied, it may be time to shell out for a new router. The sweet spot of price and performance for most people is found in models with a maximum theoretical bandwidth of 1900Mbps. Hence, why the term “AC1900” is prevalent among all of them. This means they are more than capable of delivering the faster speeds required for multi-user households or streaming-heavy users but don’t have as many high-bandwidth channels as high-end routers do. We like the Netgear R7000P Nighthawk ($140 on Amazon). It delivers reliable, speedy performance at a good price and, for families, it includes Disney Circle parental controls, which makes it easy to pause internet access for any device on the network. 
If you have a larger home, though, you'll want to consider a mesh WiFi system. It's a router that comes with extenders that piggyback on one another using an internal mesh network to get the best throughput throughout your home. Our favorite is the Netgear Orbi Home Mesh WiFi System, which is currently available for a large discount: $295 for a three pack on Amazon.

12. Buy an antenna (for your computer)


If you want to work on your computer in a location that doesn't get good Wi-Fi, you can invest in an antenna to boost reception. The antenna plugs into your computer's USB port and usually comes with a cable so the receiver can be placed in the optimal spot. We like TP-Link's TL-WN822N ($21 on Amazon, shown), which gets a maximum speed of up to 433Mbps on the 5GHz channel or 150Mbps on the 2.4GHz channel. If you need more speed, you can get the TP-Link Archer T9UH AC1900 (60 on Amazon), which gets a maximum speed of up to 1300Mbps on the 5GHz channel or 600Mbps on the 2.4GHZ channel.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget